Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

হরিয়ানায় শিক্ষকদের জিন্স পরায় নিষেধাজ্ঞা

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্কুলের পাঠ্যসূচিতে হিন্দু ধর্মগ্রন্থ গীতা অন্তর্ভুক্তির পর এবার হরিয়ানায় শিক্ষকদের জিন্সের প্যান্ট পরায় নিষেধাজ্ঞা আরেপ করেছে বিজেপি নিয়ন্ত্রিত রাজ্য সরকার। গত বৃহস্পতিবার রাজ্যে প্রাথমিক শিক্ষা দপ্তরের পরিচালক এ আদেশ জারি করেন। রাজ্য সরকারের দাবি, শিক্ষকদের উচিত ছাত্রদের কাছে নিজেদের রোল মডেল হিসেবে উপস্থাপন করা। স্কুলে শিক্ষকদের জন্য বিশেষ করে গ্রাম এলাকায় জিন্স অনুপযুক্ত হিসেবে বিবেচিত। রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তরের পরিচালক আরএস খারাব জারি করা নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের জিন্স পরে আসতে দেখা যাচ্ছে। পরিচালকের দপ্তরে কোনো কাজে আসলেও তাদেরকে জিন্স পরে আসতে দেখা গেছে, যা অনুচিৎ। বিষয়টি পর্যালোচনার পর রাজ্যের মুখ্য সচিব (স্কুল শিক্ষা) পিকে দাস বলেন, ওড়িষাসহ বেশ কয়েকটি রাজ্যে শিক্ষকদের ড্রেসকোড রয়েছে। পুরুষদের জন্য কালো প্যান্ট ও নীল শার্ট এবং নারীদের জন্য কালো ব্লাউজ ও গোলাপি রঙের শাড়ি পরার বিধান রয়েছে। তবে রাজ্যের অধিকাংশ শিক্ষকই সরকারের এ সিদ্ধান্তে অসন্তুষ্ট। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হরিয়ানায় শিক্ষকদের জিন্স পরায় নিষেধাজ্ঞা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ