Inqilab Logo

ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯, ০৩ কার্তিক ১৪২৬, ১৯ সফর ১৪৪১ হিজরী

নিউইয়র্কে নিজ বাড়ীর সামনেই সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী আমান

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৫১ এএম

নিউইয়র্কের লং আইল্যান্ডের সাফোক কাউন্টিতে বাংলাদেশী আমানউল্লাহ আমান নিজ বাড়ীর সামনেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন । ২ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টা ৪০ মিনিটে সড়কের পাশেই ফুটপাতে মদ্যপ গাড়ী চালকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে । ঘাতক ৩৩ বছরের এরিক লিন্ডারম্যান পালিয়ে যাবার চেষ্টা করলেও ঘটনার সময় উপস্থিত একজন স্বেচ্ছাসেবী ফায়ার ফাইটারের তাৎক্ষনিক প্রচেষ্টায় ধরা পড়ে।

জানা যায়, ছুটির দিন সকালবেলা ৬৪ বছর বয়স্ক বাংলাদেশী আমানউল্লাহ আমান তাঁর নিজবাড়ী ২৮৯২ ওসান এভিনিউর গেটের পাশে ময়লার ব্যাগ ফেলতে গিয়ে দাড়াতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতককে আটক করে কোর্টে চালান দেয়।
প্রায় তিনযুগ নিউইয়র্ক প্রবাসি আমানউল্লাহ আমান বিভিন্ন রিটেল চেইন স্টোরে ম্যানেজারের দায়িত্ব পালন শেষে সম্প্রতি অবসর গ্রহন করেন। স্ত্রী সামিমা বেগম পারুল, দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজনের কাছে তিনি ছিলেন প্রাণের উৎস। পারিবারিক সুত্রে জানা গেছে, বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে তাঁর জানাজা জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে এবং লংআইল্যন্ডের ওয়াশিংটন মেমোরিয়ালের মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
probashjibon.inqilab@gmail.com 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ