Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুবাইয়ের শাসককে ভ্রমণ করাতে পেরে গর্বিত বাংলাদেশি

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৫৯ পিএম

আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমকে বোট আবরা (বোট)-এর মাধ্যমে ভ্রমণ করাতে পেরে নিজেকে সৌভাগ্যবান ও ধন্য মনে করছেন বাংলাদেশি মোহাম্মদ আলম। তার বাড়ি চট্টগ্রামের কক্সবাজারে।
জানা গেছে, গত সোমবার দুবাইয়ের ডেরা ক্রিকের ৬০ নম্বর আবরা (বোট) চালক বাংলাদেশি মোহাম্মদ আলমের জন্য ছিল সৌভাগ্যের দিন। ওইদিন তিনি আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমকে দুবাইয়ের ডেরার ওল্ড সুক থেকে গোল্ড সুক পর্যন্ত আবরার (বোটের) মাধ্যমে পারাপারের সৌভাগ্য হয়। মোহাম্মদ আলম আমিরাতের নামকরা খালিজ টাইমসকে বলেন, সকাল ৫টায় তিনি ঘুম থেকে ওঠেন। এরপর দুবাইয়ের ক্রিক জুড়ে লোকজন পারাপার শুরু করেন। সোমবার আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম তার প্রায় ডজন খানেক সহকর্মীকে নিয়ে তার বোটে আসেন এবং ডেরা ক্রিক পার হওয়ার জন্য তাকে বেছে নেন। তার বোট নম্বর ৬০। তাই জনপ্রিয় এমন একজন শাসককে ভ্রমণ করাতে পেরে নিজেকে খুবই আনন্দিত ও গর্বিত মনে করছেন মোহাম্মদ আলম। তার বিষয়ে গতকাল খালিজ টাইমস-এ ‘মীট দ্য বাংলাদেশি আবরা ক্যাপ্টেইন হু ফেরিড শেইখ মোহাম্মদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

 

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

Show all comments
  • Munirul Islam Shohel ৫ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৮ এএম says : 0
    জীবনে সবচেয়ে বড় ভুল করেছিস গাধা
    Total Reply(0) Reply
  • মশিউর রহমান ৫ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫২ এএম says : 0
    ওরা মুসলিম নামের কলঙ্ক, ওদের ভ্রমণ করাতে পেরে গর্বিত হওয়ার কিছু নেই।
    Total Reply(0) Reply
  • জহির আল যাবের ৫ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫৩ এএম says : 0
    নিউজটি পড়ে ভালে লাগলো।
    Total Reply(0) Reply
  • নাহিয়ান ৫ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫৩ এএম says : 0
    একেই বলে ভাগ্য।
    Total Reply(0) Reply
  • মোঃ শাফায়েত মুর্শেদ সঞ্চয় ৫ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫৪ এএম says : 0
    এটা সৌভাগ্যের কি হলো, তারা তো ভাড়া হিসেবে কেমন অর্থ দিয়েছে সেটাও তো উল্লেখ করা হয়নি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরব আমিরাত

২৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ