Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আশুলিয়ায় সুতা তৈরির কারখানার গুদামে আগুন

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৯, ২:৫২ পিএম

ঢাকার আশুলিয়ায় একটি সুতা তৈরির কারখানার গুদামঘরি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় ‘এজিজ টেক্সটাইল মিলস’ নামে ওই কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট তিন ঘন্টার চেষ্টায় বৃহস্পতিবার সকাল ছয় টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ভোর ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এজিজ কটন মিলস নামে ওই কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি, গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ও মিরপুর ফায়ার সার্ভিস একটি ইউনিট। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।
অগ্নকান্ডে গুদামে থাকা সুতা তৈরির সমস্ত কাঁচামাল, তুলা পুড়ে যায়। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেনি দমকল বাহিনীর ওই কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ