Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

একমাত্র মুসলিমদের কাছে মেয়েরা মানুষ, বাকি প্রায় সবার কাছেই পণ্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৯, ৩:৩৪ পিএম

অ্যামেরিকান একজন মহিলা গড়ে সারা জীবন ৩ লক্ষ ডলার খরচ করে শুধু মুখে মাখার প্রসাধনীর জন্য।

সারা দুনিয়ার কসমেটিক্স মার্কেটের সাইজ ৫৩২ বিলিয়ন ডলার।

টাকার অঙ্কটা কতটা বড়?
২০১৮ সালে বাংলাদেশের বাজেট ছিল ৫৫ বিলিয়ন ডলার।
প্রতি বছর ১৭৫ বিলিয়ন ডলার করে ২০ বছর চালিয়ে গেলে সারা পৃথিবীর চরম দারিদ্র্য (যাদের আয় মাসে আড়াই হাজার টাকার কম) দূর করা যাবে।

গ্লোবাল স্কিন এন্ড ফ্লেশ মার্কেটের একটা বড় শত্রু ইসলাম।
যে মার্কেটের পণ্যই হচ্ছে মেয়েরা।
কসমেটিক্স ইনডাসট্রি।
প্লাস্টিক সার্জারি।
ফ্যাশন ইনডাসট্রি।
এনটারটেইনমেন্ট ইনডাসট্রি।
পর্ন ইনডাসট্রি।
সেক্স ট্যুরিজম।
পতিতালয় ব্যবসা।

একমাত্র মুসলিমদের কাছে মেয়েরা মানুষ, বাকি প্রায় সবার কাছেই পণ্য। অর্থাৎ টাকা কামানোর মেশিন।

ইসলামে মেয়েদের মানবিকতা রক্ষা করার জন্য মেয়েদের সৌন্দর্যের বহির্প্রকাশে সীমাবদ্ধতা রাখা হয়েছে।
সাজ-গোজ সীমিত শুধুমাত্র স্বামীর জন্য।
বাহ্যিক অবয়বের ক্ষেত্রে আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকতে বলা হয়েছে ভ্রুটা পর্যন্ত সরু করা নিষেধ।

চামড়া বা চুলের যত্ন নেওয়ার কিছু পণ্য থাকতেই পারে, কিন্তু যেটা দিনে মাখে আর রাতে মুছে ফেলে সেটা তার জীবনে কী পরিবর্তন আনে?
একটা মেয়ের মূল্য এই মাখামাখিতে কতটা বাড়ে?
বাহ্যিক মূল্য কিংবা আত্মিক মূল্য?
মেক-আপের জোরে কী ভালো মা হওয়া যায়?
ভালো স্ত্রী?
অথবা ভালো একজন বিজ্ঞানী?
কড়া প্রসাধনী কতটা এগিয়ে দিতে পারে যদি ব্যবসার মাথা না থাকে?
কী লাভ রং মেখে সং হয়ে অন্য মানুষের দৃষ্টি আকর্ষণ করে?
দুনিয়ার লাভ কী?
আখিরাতের ফায়দাটাই বা কোথায়?

একটা মেয়ে যখন ইসলাম জেনে বুঝে মানতে শুরু করে তখন এই প্রশ্নগুলো তার সামনে আসে।
হে আল্লাহ, আপনি আমাদের মা-বোনদের পা পর্দার ওপরে অটল রাখুন।



 

Show all comments
  • মোঃ আককাছ আলী মোল্লা ৫ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৩৩ পিএম says : 0
    আমিন।
    Total Reply(0) Reply
  • সামিউল ইসলাম ৫ সেপ্টেম্বর, ২০১৯, ৬:০৪ পিএম says : 0
    islam is complete code of life.
    Total Reply(0) Reply
  • Abul Hossain ১০ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৫৩ পিএম says : 0
    We should realize the truth & beauty of islam
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ