Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২১ এএম

১ সাহো
২ মিশন মঙ্গল
৩ বাটলা হাউস
৪ জাবারিয়া জোড়ি
৫ খান্দানি শাফাখানা

সাহো
সুজিত পরিচালিত অ্যাকশন-থ্রিলার।
ভবিষ্যতের এক কল্পিত মহানগর ওয়াজি (আসলে আবু ধাবি)। এখানকার অপরাধ জগতের প্রধান রয় (জ্যাকি শ্রফ)। এক দুর্ঘটনায় তার মৃত্যু হলে আন্ডার ওয়ার্ল্ডের নেতৃত্ব নেবার জন্য প্রায় এক ডজন সদস্যের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। কিছু সময়ের জন্য রয়ের ছেলে দেবরাজ (চাঙ্কি পান্ডে) নেতৃত্ব লাভ করে। তবে একসময় বিশ্বাঙ্ক (অরুণ বিজয়) নেতৃত্ব নেয়। তারও লক্ষ্য রয়ের মৃত্যু রহস্য ভেদ করা। এর পরের ঘটনা ভারতে। যেখানে এক চোর একটি বø্যাক বক্স চুরি করে যা দিয়ে ওয়াজিতে এক বিপুল সম্পদের চাবি রয়েছে। আসলে মুম্বাই পুলিশের আন্ডারকাভার গোয়েন্দা সিধান্ত নন্দন সাহো (প্রভাস) আর তার সহকর্মী অমৃতা (শ্রদ্ধা কাপুর) চোরকে এই কাজটি করতে দিয়েছে যাতে তারা ওয়াজির অপরাধ চক্রকে ধরতে পারে আর সেই বিপুল অর্থ উদ্ধার করতে পারে। এরপর চলতে থাকে সাহো-অমৃতা আর অপরাধীদের মধ্যে শ্বাসরুদ্ধকর ধাওয়া ও পাল্টা ধাওয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ