Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফরিদপুরে ডেঙ্গুতে এক কলেজছাত্রের মৃত্যু

ফরিদপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৯, ৮:২৩ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রবিন শিকদার (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে তিনি মারা যান।
রবিন শিকদার উপজেলা পৌর সদরের ছিলাধরচর গ্রামের সৌদি আরব প্রবাসী আসাদ শিকদারের ছেলে। রবিন এ বছর কেএম কলেজ থেকে এইচএসসি পাস করেন। নিহতের পরিবার জানায়, রবিন এক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। প্রথমে তাকে ভাঙ্গা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এরপর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকালে তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে এবং সেখান থেকে বৃহস্পতিবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের আইসিইউতে লাইফ সাপর্টে রাখা হয়। পরে শুক্রবার দুপুরে মারা যান রবিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ