অপরাধী এবং প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে- পুলিশ সুপার মাগুরা

অপরাধী ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে সমাজের সকলকে সোচ্চার হতে হবে। বুধবার বিকালে মাগুরা সদর থানা প্রাঙ্গণে
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- আলাউদ্দিন (৫৫) ও ফজলু হক (৫০)।
সোমবার সকাল ৬টার দিকে উপজেলার বগারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন ও ফজলু হক উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
ত্রিশাল থানার ওসি মো. আজিজুর রহমান জানান, সকালে ঢাকা থেকে ময়মনসিংহগামী ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুই পথচারীর মৃত্যু হয়। এসময় আহত হন একজন।
আহত ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।