Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

লাইভ কনসার্টে গায়িকাকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠান ‘দ্য ভয়েস’-এর প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে খ্যাতি পাওয়া ক্রিস্টিনা গ্রিমি নিহত হয়েছেন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অরল্যান্ডোর এক কনসার্টে ২২ বছর বয়সী এই তারকাকে গুলি চালিয়ে হত্যা করা হয়। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ তথ্য দিয়েছে পুলিশ। জানা গেছে, দ্য প্লাজা লাইভ মিউজিক ভেন্যুতে কনসার্টে সংগীত পরিবেশ শেষে বিফোর ইউ এক্সিট ব্যান্ডের সদস্যদের সঙ্গে ভক্তদের অটোগ্রাফ দিচ্ছিলেন গ্রিমি। এ সময় হঠাৎ তার ওপর নির্বিচারে গুলি চালায় বন্দুকধারী একজন। অরল্যান্ডো পুলিশ বিভাগের মুখপাত্র ওয়ান্ডা মিগলিও জানান, আক্রমণকারীকে প্রতিরোধের চেষ্টা করেছিলেন গ্রিমির ভাই। মূলত এ কারণে গ্রিমি ছাড়া আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ বিভাগ জানায়, গুলি লেগে আহত হয়েছিলেন গ্রিমি। তার অবস্থা গুরুতর ছিলো। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। অল্প সময় পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সন্দেহভাজন ব্যক্তি গুলি চালানোর পর আত্মহত্যা করেন বলেও জানিয়েছে পুলিশ। তার কাছে দুটি বন্দুক ছিলো। তবে হত্যাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। সে কীভাবে অস্ত্র নিয়ে ভেন্যুতে ঢুকেছিলো তা খতিয়ে দেখা হচ্ছে। ২০১৪ সালে এনবিসি নেটওয়ার্কের ‘দ্য ভয়েস’ প্রতিযোগিতার ষষ্ঠ আসরে তৃতীয় হন ক্রিস্টিনা গ্রিমি। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাইভ কনসার্টে গায়িকাকে গুলি করে হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ