Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯, ৩০ আশ্বিন ১৪২৬, ১৫ সফর ১৪৪১ হিজরী
শিরোনাম

সালমার পরানের বন্ধু মিউজিক ভিডিও ইউটিউবে

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রকাশিত হয়েছে ক্লোজআপ ওয়ানখ্যাত কণ্ঠশিল্পী সালমার গাওয়া নতুন চমক ‘পরানের বন্ধু’র মিউজিক ভিডিও ফাস্ট লুক। টিজারটি সালমা আক্তার নামে ইউটিউব চ্যানেলে দেখতে পাবে শ্রোতারা। টিজারে নতুন এক সালমাকে দেখানোর চেষ্টা করেছেন পরিচালক জিয়াউদ্দিন আলম। ভিডিওতে দর্শক সালমাকে দেখবেন নতুন রূপে। নিজের নতুন গানে নিজেই মডেল হয়েছেন তিনি। সম্প্রতি এফডিসিতে এর দৃশ্যধারণে অংশ নিয়েছেন সালমা। ব্যয়বহুল মিউজিক ভিডিওটি আসছে ১৫ রমজানে বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যাবে। পরানের বন্ধু গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। রামিম রাজের কস্টিউম আর হাবিবের কোরিওগ্রাফি এবং হৃদয় সরকারের চিত্রগ্রহণে ভিডিওটি তৈরি করেছেন জিয়াউদ্দিন আলম। সালমা বলেন, শুধু ভালো গাইলেই হবে না, চাই ভালো মানের মিউজিক ভিডিও। সেই কারণে মিউজিক ভিডিও করা। টিজার দেখে সবাই আমার প্রসংশা করেছে। আলম ভাই চেষ্টা করেছে ভাল কাজ করার। আশা করছি মিউজিক ভিডিওটি ভাল লাগবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন