Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঘর বাঁধলেন শুভ ও নাবিলা!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ৫:০৩ পিএম | আপডেট : ৬:০৮ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০১৯

দর্শক নন্দিত চিত্রনায়ক আরিফিন শুভ। আর ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। প্রথমবারের মতো একসঙ্গে বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের সিরিজ বিজ্ঞাপনে এই জুটিকে দেখা যাবে।

ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স পণ্য নিয়ে বিজ্ঞাপনগুলো নির্মিত হচ্ছে। যার মধ্যে রয়েছে ওয়াশিং মেশিন, রাইস কুকার, ব্লেন্ডার ইত্যাদি। নির্মাণ করছেন বিজ্ঞাপন নির্মাতা তৌহিদ মিতুল। বিজ্ঞাপনগুলো নির্মাণের সার্বিক ব্যবস্থাপনায় আছেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এবং ব্র্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান চলচ্চিত্র অভিনেতা আমিন খান।

পরিচালক সূত্রে জানা গেছে, এই বিজ্ঞাপনগুলোতে শুভ ও নাবিলাকে আধুনিক দম্পতির চরিত্রে দেখতে পাবেন দর্শক। তিনটি রোমান্টিক গল্পের সমন্বয়ে বিজ্ঞাপনগুলো নির্মিত হচ্ছে। আজ মঙ্গলবার ১০ সেপ্টেম্বর থেকে এফডিসির ৪নং ফ্লোরে বিজ্ঞাপনগুলোর শুটিং আরম্ভ হয়েছে।

এ প্রসঙ্গে আমিন খান বলেন, ‘ওয়ালটন পণ্যের মানের ব্যাপারে কোনো আপোষ করে না। উচ্চমানের পণ্য তৈরির পাশাপাশি ক্রেতাদের কাছে সেগুলো পৌঁছে দিতে আমরা সদা সচেষ্ট। ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের এ বিজ্ঞাপনগুলো অত্যন্ত যতœ নিয়ে নির্মাণ করা হচ্ছে। শিগগিরই দেশের সব টেলিভিশন চ্যানেল ছাড়াও ওয়ালটনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দর্শকরা বিজ্ঞাপনগুলো দেখতে পাবেন।’

বিজ্ঞাপনটির মডেল-অভিনেতা আরিফিন শুভ বলেন, ‘এই প্রথম কোনো সিরিজ বিজ্ঞাপনে কাজ করছি। সিরিজ হলেও চরিত্রগুলো একই। একটি দম্পত্যিকে বিভিন্ন সময় দেখানো হচ্ছে। তাদের জীবনের ভিন্ন চমৎকার কিছু মুহূর্ত তুলে ধরা হচ্ছে। ওয়ালটন নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। দেশীয় পণ্যের মধ্যে ওয়ালটন নাম্বার ওয়ান। এটা সবাই জানেন। বাংলাদেশের রুট লেভেল পর্যন্ত ওয়ালটন তাদের পণ্য পৌঁছে দিয়েছে। আমাদের সবার কাছে আস্থার আরেক নাম ওয়ালটন।’

নাবিলা বলেন, ‘ওয়ালটনের পণ্য সবসময়ই আমার পছন্দের শীর্ষে। এর আগেও ওয়ালটনের সঙ্গে আমি কাজ করেছি। তবে শুভর সঙ্গে এই প্রথম জুটি বেঁধে ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্সের বিজ্ঞাপন করছি। এই কাজগুলো একটু ভিন্ন ধরণের। বেশ চমৎকার। আশা করছি দর্শক-ক্রেতারাও বেশ পছন্দ করবেন।’

ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের চীফ অপারেটিং অফিসার আতিকুল ইসলাম বলেন, ‘ব্যস্ত ও আধুনিক জীবন সহজ ও আনন্দময় করতে ওয়ালটনের রয়েছে অর্ধশতাধিক ধরনের হোম অ্যাপ্লায়েন্স। যার মধ্যে রয়েছে ওয়াশিং মেশিন, মাইক্রো ও ইলেকট্রিক ওভেন, রাইস কুকার, ব্লেন্ডার, এয়ার ফ্রাইয়ার, ইন্ডাকশন কুকার, ইলেকট্রিক কেটলি, ডিস ওয়াসার, ভ্যাকুয়াম ক্লিনার, ক্লোথ ড্রায়ার, এয়ার কুলার, এয়ার পিউরিফায়ার, ওয়াটার হিটার, ওয়াটার পিউরিফায়ার, ওয়েট মেশিন, সেলাই মেশিন, রুটি মেকার ইত্যাদি। এগুলো পন্য দেশের বাজারের পাশাপাশি বহিঃবির্শ্বেও ওয়ালটনের গৃহস্থালী পণ্যের চাহিদা বহুগুণ বেড়েছে। ফলে হোম অ্যাপ্লায়েন্স পণ্য তৈরিতে ব্যাপক পরিকল্পনা নেয়া হয়েছে। বাড়ানো হয়েছে বিনিয়োগ। পণ্যের গবেষণা, উৎপাদন, মান নিয়ন্ত্রণ, বিপণন ইত্যাদি পর্যায়ে অত্যাধুনিক প্রযুক্তি এবং মেশিনারিজ স্থাপন করা হচ্ছে। নিয়োগ দেয়া হচ্ছে দেশি-বিদেশি প্রকৌশলী এবং বিপণন বিশেষজ্ঞদের।’

এই কর্মকর্তা বিশ^াস করেন হোম অ্যাপ্লায়েন্সের নতুন এ বিজ্ঞাপনগুলো দর্শক-ক্রেতাদের কাছে ওয়ালটন পণ্যের গুণগতমান ও নিরন্তর সেবা প্রদানের বার্তা পৌঁছে দিতে সক্ষম হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ