মহিপুরে গনধর্ষন মামলার আসামী গ্রেফতার

পটুয়াখালীর মহিপুরে নাসির উদ্দিন হাওলাদার (৪২) নামের এক গনধর্ষন মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাতকুড়া এলাকায় ট্রাক উল্টে ১ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রাহাত হোসেন। বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা সদরের পশ্চিম রোড এলাকায়।
পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে জামালুপুরের তারাকান্দিগামী সার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ট্রাকের হেলপার রাহাত হোসেন আহত হন। গুরুতর অবস্থায় তাঁকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিলে তিনি মারা যান। এ ঘটনায় চালক রাইসুল ইসলামকে পুলিশ আটক করেছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই) আশরাফুল ইসলাম জানান, নিহতের মরদেহ কুমুদিনী হাসপাতালের মর্গে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।