Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

একাডেমি কাপ ফুটবল শুরু বৃহস্পতিবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৫৬ পিএম

বসুন্ধরা কিংস-বিএসএফএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে বৃহস্পতিবার থেকে। পল্টন ময়দানস্থ আউটার স্টেডিয়ামে ১২টি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ পর্বের শীর্ষ চার দল ১৮ সেপ্টেম্বর সেমিফাইনালে অংশ নেবে। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ট্রফি এবং মেডেল ছাড়াও যথাক্রমে এক লাখ ও পঞ্চাশ হাজার টাকা করে প্রাইজমানি পাবে। এছাড়া প্রতিটি দলকে দেয়া হবে খেলার জার্সি ও ম্যাচ ফি। টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হল- ‘এ’ গ্রুপ- ফেনী ফুটবল একাডেমি, এমকে গ্যালাকটিকো ও ধলেশ্বরী এফএ। ‘বি’ গ্রুপ- গোপনগর কেপিকে, ভুইয়া এফএ ও এফসি খুলনা। ‘সি’ গ্রুপ- ব্রাহ্মনবাড়িয়া এফএ, গেন্ডারিয়া এফএ ও কেরানীগঞ্জ এফএ এবং ‘ডি’ গ্রুপ- আসাদুজ্জামান এসএ, শামস-উল হক এফএ ও কুড়িগ্রাম এফএ। বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধন করবেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ