Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাঁচ প্রতিষ্ঠানকে ৪৮ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম | আপডেট : ১২:০৬ এএম, ১২ সেপ্টেম্বর, ২০১৯

 

পরিবেশ দূষণের দায়ে গতকাল বুধবার চট্টগ্রাম অঞ্চলের পাঁচ প্রতিষ্ঠান ও চার ব্যক্তিকে ৪৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক নুর হাসান সজীব দৈনিক ইনকিলাবকে জানান, অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়। সীতাকুন্ডের রয়েল সিমেন্টকে ৩০ লাখ টাকা, কনফিডেন্স সিমেন্ট ৩ লাখ টাকা এবং একই এলাকার কে ওয়াই সি আর কয়েল কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া কর্ণফুলী এলাকার ন্যাশনাল সিমেন্টকে ৩ লাখ টাকা, ব্রাহ্মণবাড়িয়ার সিঙ্গার বিল ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাহাড় কর্তনের দায়ে কক্সবাজারের চার ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ