তিন দিনে লাখ ছাড়িয়েছে রাবির ভর্তি আবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গত ২৫ মে থেকে শুরু হয়েছে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বান্দরবানের রুমা উপজেলার সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ডমেচিং মারমার (৩২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামে সিএসসিআর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। মৃত ডমেচিং মারমা রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার সহধর্মিণী।
স্বামী উহ্লাচিং মারমা জানান, কয়েক দিন আগে শারীরিকভাবে অসুস্থবোধ করলে ডমেচিং মারমাকে রুমা উপজেলায় একটি মেডিকেল সেন্টারে নেয়া হয়। সেখানে পরীক্ষা করে তার ডেঙ্গুজ্বর ধরা পড়ে।
পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে সিএসসিআর বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। চট্টগ্রাম থেকে মৃতদেহ রুমা উপজেলায় নিয়ে যাওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।