Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৭ ফাল্গুন ১৪২৬, ২৫ জামাদিউস সানি ১৪৪১ হিজরী

বিশ্ব রোবটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারত যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৪ পিএম

আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ‘পঞ্চম বিশ্ব রোবট লিগ এবং বিশ্ব রোবটিক্স চ্যাম্পিয়নশিপ’ এ রোবো রেস চ্যালেঞ্জে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী আমন্ত্রিত দল হিসেবে নির্বাচিত হয়েছে টিম এটলাস। ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৪০ টি দেশ থেকে নির্বাচিত দল গুলো অংশগ্রহণ করবে।

সিফাত তন্ময় এবং সানি জুবায়ের ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নিতে অ্যাটলাস টিম থেকে নিউ দিল্লিতে যাচ্ছেন মীর তানজীদ আহমেদ, মারুফ বিন ইসলাম, মীর সাজিদ হাসান ও মো.হায়দার আলী।

টিম এটলাস একটি রোভার দল যারা বিগত কয়েক বছর ধরে রোবটিক্সের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছে। দলটি আন্তর্জাতিক বিভিন্ন রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। দলটি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে পুরস্কার পাওয়ারর সুবাদে আন্তর্জাতিক অঙ্গনেপরিচিতি লাভ করে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ