Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিঙ্গাপুরে লড়াই করেই হারল মেয়েরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ৮:০৭ পিএম

এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ টুর্নামেন্টে গত মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়া জয় পেলেও নিজেদের তৃতীয় ম্যাচে হংকং চায়নার বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। বৃহস্পতিবার সিঙ্গাপুরের সেংক্যাং হকি স্টেডিয়ামে দারুণ শুরু করলেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি লাল-সবুজের মেয়েরা। ম্যাচে হংকং চায়না ১-০ গোলে হারায় বাংলাদেশকে।

প্রথম কোয়ার্টারে দু’টি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে খেলা নিজেদের নিয়ন্ত্রণে এগিয়ে যায় হংকং। ম্যাচের ২৭ মিনিটে সো মেই কেই ফিল্ড হংকং চায়নাকে এগিয়ে নেন (১-০)। পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে চমৎকার খেলে ম্যাচে ফিরতে চেষ্টা করে লাল-সবুজরা। চতুর্থ কোয়ার্টারের শেষ দিকে রিতু খানম বাহিনী দু’টি পেনাল্টি কর্ণার পেয়েও তা নষ্ট করে। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ হেদায়েতুল ইসলাম রাজীব জানান, অভিজ্ঞতার অভাবেই ম্যাচটি হারতে হয়েছে মেয়েদের। বল কন্ট্রোলিং এবং পাসিং-এ অনেক এগিয়ে ছিলো হংকং। অন্যদিকে বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কিসমত সিঙ্গাপুর থেকে বলেন,‘বাংলাদেশ দলের মিডফিল্ড এবং আক্রমণভাগকে তেমন সতর্ক ছিল না। খেলোয়াড়দের আরো সজাগ থাকতে হবে। সুযোগগুলো কাজ লাগাতে পারলে মাচের ফল অন্যরকম হতে পারতো।’

শুক্রবার কোন ম্যাচ নেই। শনিবার সিঙ্গাপুর সময় বিকেল সাড়ে ৪ টায় (বাংলাদেশ সময় দুপুর আড়াইটা) নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হকি

২ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ