Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বোমা বিস্ফোরণে তুরস্কে নিহত ৭, আহত ১০ জন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৫ পিএম

গতকাল তুরস্কের সড়কে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ারবাকিরের কুল্প জেলায় এ দুর্ঘটনা ঘটে। দিয়ারবাকিরের গভর্নর কার্যালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এ কথা জানিয়েছে।
রয়টার্সকে গভর্নর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, একটি গাড়িতে করে গ্রামবাসীদের নিয়ে সড়ক দিয়ে যাওয়ার সময় আগে থেকেই পুঁতে রাখা ওই বোমার বিস্ফোরণ ঘটে।
এ হামলার দায় স্বীকার কেউ করেনি এখনও। তবে দেশটির উগ্র বামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এ হামলা চালিয়েছে বলে কর্তৃপক্ষ ধারণা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ