Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

টসই হতে দিচ্ছে না ভেজা মাঠ

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

ইমরান মাহমুদ, মিরপুর থেকে | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৪১ পিএম

আগের দিন থেকেই থেমে থেমে হয়েছে বৃষ্টি। আর তার ছাপ পড়েছে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবার কথা ছিল স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ের।

বিকাল চারটার দিকে থামে বৃষ্টি। তবে কোথাও জমেনি পানি। পাঁচটার দিকে সরানো হয় সেন্টার উইকেটের কাভার। তারপর থেকে চলছে মাঠ প্রস্তুত করার কাজ।

তবে দিনভর থেমে থেমে বৃষ্টিতে টসে দেরির শঙ্কা জেগেছিল আগেই। সোয়া ছয়টায় মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। তখনই জানা যায় নির্ধারিত সময় ছয়টায় টস করা সম্ভব নয়।

এর পর থেকেই দুটি সুপার সপার দিয়ে চলছে মাঠ শুষ্ক করার কাজ। এরই মধ্যে সন্ধ্যা সোয়া ছয়টায় ফের মাঠ পরিদর্শন করেছেন আম্পায়াররা। মাঠ পুরোপুরি প্রস্তুত না হওয়ায় সাতটায় আবার পরিদর্শন করবেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ