Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

উত্তর কোরিয়ার ৩ গ্রুপের বিরুদ্ধে মার্কিন অবরোধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

বিশ্বজুড়ে আন্তর্জাতিক ব্যাংক ও কাস্টমারদের একাউন্ট হ্যাক করার কারণে উত্তর কোরিয়ার তিনটি হ্যাকিং গ্রæপের বিরুদ্ধে অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। ওই গ্রæপ তিনটি হলো ল্যাজারাস গ্রæপ, বøুনোরোফ এবং আন্দারিয়েল। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ অবরোধ দিয়েছে আরজিবির বিরুদ্ধে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, অবরোধের আওতায় আসবে যুক্তরাষ্ট্রে ওই গ্রæপগুলোর সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সম্পদ। তাদের কর্মকাÐ নিষিদ্ধ থাকবে। মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই গ্রæপগুলোর সঙ্গে জেনেশুনে যেসব বিদেশি আর্থিক প্রতিষ্ঠান উল্লেখযোগ্য লেনদেন বা তাদের সেবা নেবে তারাও অবরোধের আওতায় আসবে। টেরোরিজম অ্যান্ড ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত আন্ডার সেক্রেটারি সিগাল ম্যান্ডেলকার বলেছেন, ভয়াবহ অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মস‚চিতে সমর্থন দিতে এসব হ্যাকিং গ্রæপ সাইবার হামলা চালাচ্ছে। উত্তর কোরিয়ার এসব গ্রæপের বিরুদ্ধে অবরোধ দিচ্ছে অর্থ মন্ত্রণালয়। উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের দেয়া অবরোধ অব্যাহত থাকবে। আর্থিক নেটওয়ার্কে সাইবার নিরাপত্তা উন্নত করতে আন্তর্জাতিক স¤প্রদায়ের সঙ্গে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। এর আগে পারমাণবিক অস্ত্র বিষয়ক কর্মস‚চি পরিহার করাতে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা শুরু করতে চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবরোধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ