Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পশ্চিমবঙ্গে ১২টি ছাত্র সংগঠনের লং মার্চ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

শিক্ষা, কর্মসংস্থান, শিল্পসহ নানা দাবিতে লং মার্চ করেছে পশ্চিমবঙ্গের ১২টি ছাত্র সংগঠন। বৃহস্পতিবার সকালে হুগলির সিঙ্গুর থেকে এ পদযাত্রা শুরু হয়। ২২ কিলোমিটার পথ অতিক্রম করে লং মার্চটি শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কার্যালয় নবান্নের সামনে পৌঁছায়। এসময় বিভিন্ন দাবিতে সেøাগান দিতে থাকে আন্দোলনকারীরা। তবে দুপুরের পরই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ছাত্র সংগঠনগুলোর অভিযোগ, পুলিশ বিনা প্ররোচনায় তাদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল এবং পানি কামান ব্যবহার করেছে। অন্যদিকে পুলিশের দাবি, বামপন্থীদের ছোঁড়া ইট-পাটকেলের জবাব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই লাঠিচার্জ করেছে তারা। দুপক্ষের সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ