Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বসুন্ধরা কিংস-বিএফএসএফ একাডেমি কাপ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ৭:৪২ পিএম

বসুন্ধরা কিংস-বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিন রোববার শুরু হয়েছে ‘গ’ এবং ‘ঘ’ গ্রুপের খেলা। এদিন পল্টন ময়দানে প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে ঢাকার গেন্ডারিয়া এফএ। তারা ৩-০ গোলে হারায় ব্রাহ্মনবাড়ীয় এফএকে। বিজয়ী দল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। গেন্ডারিয়ার পক্ষে রাকিব, হৃদয় ও রিয়াদ একটি করে গোল করেন। ম্যাচ সেরা হন গেন্ডারিয়ার হৃদয় । খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন ক্রীড়া সংগঠক ইফতেখার রহমান।

একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে যশোরের শামস-উল হুদা এফএ গোলশূণ্য ড্র করে মাগুরার আছাদুজ্জামান এফএ’র বিপক্ষে। ম্যাচ সেরার পুরস্কার পান যশোরের রিয়াদ। পুরস্কার তুলে দেন ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর আলম রকি।

বসুন্ধরা কিংসের পৃষ্টপোষকতায় ও বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের আয়োজনে

এই টুর্নামেন্টের পঞ্চম দিন সোমবার দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পল্টন ময়দানে দিনের প্রথম ম্যাচে ব্রাহ্মণবাড়ীয়া এফএ খেলবে কেরানীগঞ্জ এফএ’র বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে আছাদুজ্জামান এফএ’র প্রতিপক্ষ কুড়িগ্রাম এফএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ