Inqilab Logo

ঢাকা, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪ ফাল্গুন ১৪২৬, ২২ জামাদিউস সানি ১৪৪১ হিজরী

পাকিস্তান-ভারত সীমান্তে বিস্ফোরণে ৩ বিএসএফ জওয়ান নিহত

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত-পাকিস্তান সীমান্তে রাজস্থানের জয়সলমীরে বিএসএফ’র কিষানগড় ফিল্ড ফায়ারিং রেঞ্জে মর্টার বিস্ফোরণে ৩ বিএসএফ জওয়ান নিহত হয়েছে। এ ঘটনায় অন্য ৩ জওয়ান আহত হয়েছে। গত শুক্রবার ফায়ারিং ট্রেনিং চলার সময় দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের দ্রুত হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য যোধপুরে নেয়া হয়েছে। বিএসএফ-এর রাজস্থান সীমান্তের ইনস্পেক্টর জেনারেল বি আর মেঘওয়াল জানান, ফায়ারিং রেঞ্জে জওয়ানরা মর্টার ফায়ারিংয়ের অনুশীলন চালানোর সময় দুপুর ১ টায় আচমকা মর্টার ফেটে যাওয়ায় ৪ জওয়ানের মৃত্যু হয়। ঘটনাস্থলেই মারা যায় ওই জওয়ানরা। এ ঘটনায় অন্য ৪ জন আহত হয় এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিমানবাহিনীর হেলিকপ্টারে করে জয়সলমীর এবং যোধপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। হতাহত হওয়া ওই জওয়ানরা সকলেই রাজস্থান সীমান্তের। তারা এই ফায়ারিং রেঞ্জে ২ ফেব্রুয়ারি থেকে প্রস্তাবিত আন্তঃসীমান্ত শুটিং প্রতিযোগিতায় প্রস্তুতি নেয়ার জন্য অনুশীলন করছিলেন। বছর তিনেক আগেও ওই ফায়ারিং রেঞ্জে এরকম একটি দুর্ঘটনায় ৪ জওয়ান আহত হলেও সে সময় কারো মৃত্যু হয়নি। টাইমস অব ইন্ডিয়া। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন