Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ট্রেলারে দুর্ধর্ষ ‘মিতিন মাসি’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

বাংলা সাহিত্যে পুরুষ গোয়েন্দাদের আধিপত্য প্রথম খর্ব করে সুচিত্রা ভট্টাচার্য’র ‘ মিতিন মাসি’ সিরিজের নায়িকা প্রজ্ঞাপারমিতা মুখার্জি ওরফে মিতিন মাসি। এই পূজায় ‘মিতিন মাসি’ বড় পর্দায় আসছে অরিন্দম শীলের পরিচালনায়। কোয়েল মল্লিক আছেন কেন্দ্রীয় ভূমিকায়। ‘হাতে মাত্র তিনটে দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির একাধিক টিজারের পর অবশেষে ট্রেলার প্রকাশিত হয়েছে। মিতিন মাসির ভক্ত হোক আর নাই হোক সবাই এই ট্রেলার দেখে রোমাঞ্চিত। ট্রেলারে আভাস পাওয়া যায় এক শিশুর অপহরণের। তার বাবা-মা (বিনয় পাঠক এবং জিন মালিয়া) মিতিন মাসিকে দায়িত্ব দেয় তাদের ছেলেকে উদ্ধার করার। ট্রেলারে মিতিনের ‘বিউটি উইথ ব্রেইন্স’ ভূমিকা অনেকটাই স্পষ্ট। কোয়েল মল্লিককে এই ভূমিকায় পুরো মানানসই লেগেছে। একেবারে নতুন ভূমিকায় নতুন সাজে দেখা যাবে তাকে। অ্যাকশন দৃশ্যের যতটুকু দেখা গেছে ট্রেলারে তাতে তাকে গ্রহণযোগ্য মনে হয়েছে। প্রজ্ঞাপারমিতার স্বামীর ভূমিকায় শুভ্রজিত দত্তও স্বাভাবিক। বিক্রম ঘোষের ব্যাকগ্রাউন্ড সঙ্গীত যথাযথ। পরিচালক অরিন্দম শীল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘শবর’ এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ‘ব্যোমকেশ’ সিরিজ অবলম্বনে একাধিক চলচ্চিত্র নির্মাণ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ধর্ষ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ