Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

তারা এখন রিয়েলিটি শো ও টিভি অনুষ্ঠান নিয়েই ব্যস্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও পূর্ণিমা এখন সিনেমায় অনিয়মিত। সুযোগ হলে মাঝে মধ্যে সিনেমায় অভিনয় করেন। পেশাদার চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রী হিসেবে তাদের এখন অবস্থান নেই। ফলে তাদেরকে বিভিন্ন টিভি অনুষ্ঠানেই বেশি দেখা যায়। বিশেষ করে বিভিন্ন রিয়েলিটি শো’র বিচারক হিসেবে তাদের দেখা পাওয়া যায়। ফেরদৌস এখন বিচারক হয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯Ñএর। এছাড়া কে হবে মাসুদ রানা নামে একটি রিয়েলিটি শো’র বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার সাথে আছেন পূর্ণিমা। নায়ক থেকে বিচারক হিসেবে আবির্ভ‚ত হওয়াকে ফেরদৌস ইতিবাচকভাবেই নিচ্ছেন। তার মতে, সিনেমার পাশাপাশি বিচারকের দায়িত্ব পালন করা চ্যালেঞ্জিং একটি কাজ। এটি উপভোগ্য একটি বিষয়। বিচারক হলে যে সিনেমার গুরুত্ব কমে যাচ্ছে তা মনে করি না। এর পাশাপাশি বেশকিছু সিনেমার কাজও করছি। অন্যদিকে পূর্ণিমা কে হবে মাসুদ রানা ছাড়া অন্য কোনো রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্বে দেখা যাচ্ছে না। তবে এর আগে তিনি নেক্সট টিউবার টু, সেরা রাঁধুনীসহ বেশকিছু রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে পূর্ণিমার সাথে কথা যাগাযোগ করে সাড়া পাওয়া যায়নি। এদিকে ফেরদৌস ও পূর্ণিমা সিনেমা বলতে নঈম ইমতিয়াজ নেয়ামূলের পরিচালনাধীন জ্যাম ও গাঙচিল নামে দুটি সিনেমায় অভিনয় করছেন। এছাড়া তাদের হাতে সিনেমার কোনো কাজ নেই। তাই নিজেদের ব্যস্ত রাখতে এবং দর্শকদে সামনে হাজির রাখতে টিভি অনুষ্ঠানকেই বেছে নিয়েছেন। উল্লেখ্য, ফেরদৌস অভিনীত সর্বশেষ সিনেমা পবিত্র ভালোবাসা মুক্তি পায় গত বছর অক্টোবরে। আর পূর্ণিমা অভিনীত সবৃশেষ সিনেমা টু বি কন্টিনিউড মুক্তি পায় ২০১৭ সালে। তবে পূর্ণিমা যেসব সিনেমার প্রস্তাব পান তাতে তিনি আকাশচুম্বী পারিশ্রমিক হাঁকিয়ে বসছেন। স¤প্রতি পারভেজ আমিন নামের একজন নাট্যপরিচালক তাকে সিনেমায় অভিনয় করার প্রস্তাব দিলে তিনি দশ লাখ টাকা পারিশ্রমিক চেয়ে বসেন। পরবর্তীতে ওই পরিচালক বাধ্য হয়ে কলকাতা থেকে নায়িকা নেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়েলিটি শো

২৫ জানুয়ারি, ২০২২
২৪ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ