Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আফগানদের উল্টোরথে বাংলাদেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

গতপরশু রাতে বাংলাদেশকে হারিয়েই বিশ্ব রেকর্ড গড়েছিল আফগানিস্তান। টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে তারা। এর আগে সর্বোচ্চ টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড ছিল তাদেরই। নিজেদের রেকর্ডই রশিদ খানরা ভেঙ্গেছে বাংলাদেশকে হারিয়ে।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আফগানদের বিশ্ব রেকর্ড গড়ার দিনে লজ্জার রেকর্ডের জন্ম দিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ হারের লজ্জায় শ্রীলঙ্কার সঙ্গী হলো টাইগাররা। আফগানিস্তানের কাছে হার দিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের মোট পরাজয়ের সংখ্যা দাঁড়ালো ৫৮টি। মোট ৮৭ ম্যাচ খেলে বাংলাদেশে জিতেছে কেবল ২৭টিতে। ২টি ম্যাচে কোনো ফল হয়নি। বাংলাদেশের সঙ্গে সমান ৫৮ ম্যাচ হেরে লজ্জার রেকর্ডে সঙ্গী শ্রীলঙ্কা। তারাও হেরেছে সমান সংখ্যক ম্যাচে। তবে, তারা ম্যাচ খেলেছে ১১৬টি। জিতেছে ৫৫টিতে।

আফগানিস্তানের মত দল টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশের চেয়ে ১৪টি কম, মোট ৭৩টি। এর মধ্যে তারা জিতেছে ৫১টিতে। হেরেছে কেবল ২২টিতে। আইসিসি র্যাংকিংভুক্ত কিংবা পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয়ের হার আফগানিস্তানেরই। ৬৯.৮৬ ভাগ। তবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার। তারা ম্যাচ খেলেছে ১১৬টি। জিতেছে মোট ৬০টি। অজিরা হেরেছে ৫২ ম্যাচ। জয়ের হার ৫৩.৫০ ভাগ। ৫৭টি ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তারা খেলেছে ১১৩ ম্যাচ। জিতেছে ৪৯টি।

২০১০ সালের পর একটানা ৮ ম্যাচে জিতেছিল ইংল্যান্ড। ২০১২ সালের পর একটানা ৮ ম্যাচে জিতেছিল আয়ারল্যান্ড। ২০১৮ সালে পাকিস্তান একটানা ৯ ম্যাচে জিতেছিল। সেবছরই সালে আরও একবার একটানা ৮ ম্যাচে জিতেছিল শরফরাজ আহমেদের দল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ