Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঝিনাইদহে সাপের ছোবলে দুই ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৪২ পিএম

শৈলকুপা উপজেলায় সাপের কামড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার নাগপাড়া গ্রামে গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
তারা হলেন- ওই গ্রামের মৃত নবাব মন্ডলের বড় ছেলে শাহিন মন্ডল (২৮) ও ছোট ছেলে সোহান মন্ডল (৮)।
স্থানীয়দের বরাতে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, রাতে খাবার খেয়ে এক সাথে ঘুমিয়ে ছিল দুই ভাই। ঘুমন্ত অবস্থায় প্রথমে সোহানের মাথায় সাপে ছোবল দেয়ার পর শাহিন জেগে উঠলে তাকেও দংশন করে সাপটি। এ সময় তাদের চিৎকারে বাড়ির অন্যরা জেগে উঠে সাপটিকে মেরে ফেলে।
ওসি আরও জানান, রাতেই তাদেরকে শৈলকুপা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে ছোট ভাই সোহান মারা যায়। পরে কুষ্টিয়া সদর হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে বড় ভাই শাহিনও মারা যায়। সূত্র: ইউএনবি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাপের দংশনে মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ