Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেশার টাকার জন্য মসজিদে হামলা ও শ্রমিকদের মারধর

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

নাটোর সদরের একডালায় বায়তুল হামদ জামে মসজিদ নির্মাণকারীদের কাছে নেশার টাকা চেয়ে না পাওয়ায় ৫/৬ বখাটে নেশাখোর নির্মাণাধীন মসজিদটিতে হামলা চালিয়ে কর্মরত শ্রমিকদের মারপিট করেছে। এ ঘটনায় এলাকাবাসী এক বখাটেকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। 

এলাকাবাসীর পক্ষ থেকে জনৈক শাহিন আলম আটককৃত স্বপন (২০)সহ চারজনের নাম উল্লে­খ করে নাটোর থানায় মামলা দায়ের করেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রবিবার বিকেলে নাটোর সদরের একডালায় বায়তুল হামদ জামে মসজিদ নির্মাণকারীদের কাছে নেশার জন্য টাকা দাবি করে চার বখাটে নেশাখোর। এ সময় তারা টাকা দিতে না চাইলে নির্মাণাধীন মসজিদটিতে হামলা চালিয়ে কর্মরত শ্রমিকদের মারপিট শুরু করে।
খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসলে পালিয়ে যাওয়ার সময় স্বপন নামে একজনকে আটক করা হয়। আটক স্বপন একই এলাকার বাবুর পুকুর পাড় গ্রামের মিস্ত্রিপাড়ার আব্দুর রহিমের ছেলে।
খবর পেয়ে তাৎক্ষনিক নাটোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপনকে আটক করে থানায় নিয়ে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ