পটুয়াখালীর বাউফলে ডাকাতির ঘটনায় ছয় জন গ্রেফতার

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতির ঘটনায় জড়িত ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বরিশাল মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা যথেষ্ট নাজুক। ফলে একটু ভারি বর্ষণেই দুর্ভোগ বাড়ছে নগরবাসীর। তবে ৩০টি ওয়ার্ড নিয়ে গঠিত ৫৮ বর্গ কিলোমিটারের এ নগরীতে সোয়া ৩শ’ কিলোমিটার ড্রেনের এখনো ১৩০ কিলোমিটারই কাঁচা। পাকা ১৯০ কিলোমিটার ড্রেনেরও বেহাল দশা। এসব ড্রেনের বেশিরভাগই সময়মত পরিস্কার হয়না বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি কতিপয় বিবেকহীন নগরবাসী কাঁচা-পাকা ড্রেনের পাশে ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলার পাশাপাশি বালু পাথরের মত নির্মাণ সামগ্রী রেখেও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা রুদ্ধ করছে।
নগরীর নবগ্রাম রোডের বটতলা বাজার থেকে চৌমাথা পর্যন্ত ৮ ফুট প্রশস্ত দেড় কিলোমিটার লম্বা কভার্ড ড্রেনটির অভ্যন্তর থেকে ময়লা আবর্জনা পরিস্কারের কাজ চলমান থাকাবস্থায়ই ফরেস্ট্রার বাড়ি পুলের পশ্চিম পাশে নির্মাণাধীন একটি বহুতল ভবনের বালু ও পাথরের মত নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়েছে। এসব বালু ও পাথর মূল ড্রেনের পাশের স্যালো ড্রেনের ইনলেট পকেট দিয়ে ড্রেনে প্রবেশ করছে। বাঁধাগ্রস্থ হচ্ছে পানি অপসারণের পথ। ফলে বৃষ্টিবিহীন দিনেও এ ড্রেনের পানিতে নবগ্রাম রোডের অনেক এলাকা সয়লাব হতে দেখা যায়।
এ ধরনের ঘটনা বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় অহরহ ঘটলেও তা দেখার কেউ আছে বলে মনে করেন না বেশিরভাগ নগরবাসী। অথচ অত্যাধিক জনবলের চাপে বরিশাল সিটি কর্পোরেশনের আর্থিক ও সাংগঠনিক ভিত ন্যুব্জ। নগরীর রাস্তাঘাট ও ড্রেনসহ সিটি কর্পোরশনের স্থাপনা সমূহ দেখভালের জন্য নগর ভবনে একাধিক রোড ইন্সপেক্টরও রয়েছে। কিন্তু এ ধরনের অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বন্ধে তাদের কোন ভ‚মিকা চোখে পড়ে না নগরবাসীর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।