Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে বাংলাদেশ: শিরোপা জয়ের প্রত্যাশা নেটিজেনদের

শাহেদ নুর | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৩৬ এএম

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়লাভের মাধ্যমে ফাইনাল নিশ্চিত করলো টাইগাররা। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে সাকিববাহিনী। মাহমুদউল্লাহ রিয়াদের অনবদ্য ৬২ রানসহ নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান সংগ্রহ করে তারা। ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে সবক’টি উইকেট হারিয়ে ১৩৬ রান করে জিম্বাবুয়ে দল। ৩৯ রানের এই জয়ে টাইগারদের ফাইনাল নিশ্চিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা। পাশাপাশি এই ধারাবাহিকতা অব্যহত রেখে ফাইনালে শিরোপা জয়ের প্রত্যাশা করছেন তারা।

ফেইসবুকে রেজাউল করিম লিখেন, ‘ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ, লিটন ও মুশফিক আর বোলিংয়ে শফিউল, মুস্তাফিজ, আমিনুল, সাকিব ও সাইফউদ্দিন; সব মিলিয়ে টিমের ভালো পারফরমেন্সের কারণেই আজকের জয়। ফাইনালে আর ভালো পারফরমেন্স দেখতে চাই।’

‘অসাধারণ ব্যাটিং আর বোলিং পারফর্মেন্সে টাইগারদের দুর্দান্ত জয়, সেই সাথে চলে গেলো টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে। আশা করি ফাইনালেও এমন একটি জয় আমরা দেখতে পাবো।’ - লিখেছেন সিরাজুল ইসলাম।

জয় নিয়ে এমডি হিমেলের ভাষ্য একটু ভিন্ন। তিনি লিখেন, ‘দয়া করে জিতছি বলো কেউ লাফায়েন না, ঠিক পরের ম্যাচ এ হারলে ঠিকই নিচে নামাবেন।এখানে খেলার ভূলগুলো বের করে, কাজ করতে হবে। আজকে জিম্বাবুয়ের শুরুতে যেভাবে চাপে রাখা হয়েছিল, পরে কিন্তু ওদের চাপে রাখতে পারিনি। ঠিক আগের ম্যাচে ওদের সাথে চাপে রাখার পরেও শেষের দিকে আমাদের অনেক মার খেতে হয়েছিল। একইভাবে আফগানিস্তানের সাথে আমরা ডেড ওভারে প্রচুর মার খেতে হয়েছিল। আমাদের বোলাররা ডেড ওভারে বেশি রান দিয়ে দিচ্ছে, এটা নিয়ে টিমের কাজ করতে হবে।’

‘ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের বড় অবদান থাকলেও বোলাররা বেশ ভালো খেলেছে। শফিউল ইসলাম ৩টি, মুস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলাম ২টি এবং সাকিব ও সাইফুদ্দিন ১টি করে উইকেট পান। সকলের জন্য রইলো দোয়া ও ভালোবাসা।’ - লিখেছেন ফারজানা আক্তার।

মাহমুদউল্লাহ রিয়াদের ছবি শেয়ার করে আতিকুর রহমান লিখেন, ‘আলহামদুলিল্লাহ, প্রিয় ভাইয়ের ব্যাট আজ কথা বলেছে। সমালোচকদের জবাব দেওয়ার জন্য এই ইনিংসটা যথেষ্ট ছিলো। অনেক দিন হলো আপনার ব্যাট কথা বলছিলো না। আজ আপনার ব্যাট কথা বলেছে। পরবর্তি ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাল্লাহ। অভিনন্দন প্রিয় মাহমুদউল্লাহ রিয়াদ।’

‘হোক না জিম্বাবুয়ে, জয় তো জয়ই। অভিনন্দন টিম বাংলাদেশ।’ - মুহাম্মদ জাকির হোসাইনের মন্তব্য।



 

Show all comments
  • Delwar Hussain ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ৪:১৬ পিএম says : 0
    ami inqilab protrikar ak jon fan ai protrikake onek like kori
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশাল মিডিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ