Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সউদী জোটের অবরোধে কাতার এয়ারওয়েজের ৬৩ কোটি ডলার ক্ষতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১:৩৬ পিএম

সউদী আরবসহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশের সর্বাত্মক অবরেধে চলতি বছরের মার্চ পর্যন্ত কাতার এয়ারওয়েজের ৬৩ কোটি ৯ লাখ ডলার ক্ষতি হয়েছে।
উপসাগরীয় বিমান সংস্থাটির প্রধান কয়েকটি বাজার হচ্ছে- সংযুক্ত আরব আমিরাত, সউদী আরব, বাহরাইন ও মিসর। গত ২০১৭ সালের জুন থেকে কাতারের বিরুদ্ধে অর্থনৈতিক বয়কট আরোপ করে এসব দেশ।-খবর এএফপির
ইরানের সঙ্গে সম্পর্ক ও কয়েকটি উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশের দায়ে কাতারকে একঘরে করে রাখে সউদী নেতৃত্বাধীন উপসাগরীয় দেশগুলো। যদিও কাতার এসব অভিযোগ করে আসছে।
এসব দেশ নিজেদের আকাশপথ, সীমান্ত ও মার্কেটে কাতারকে নিষিদ্ধ করে। এরপর থেকে কাতার এয়ারওয়েজের প্রতিকূল সময় শুরু হয়।
উপযুক্ত রুট বন্ধ হওয়া, অতিরিক্ত জ্বালানি খরচ ও বিদেশি লেনদেনে ওঠানামার কারণে কাতারি বিমান সংস্থাটিকে এ ক্ষতি গুনতে হয়েছে।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অবৈধ অবরোধ আরোপের পর থেকে ৩১টি নতুন গন্তব্য চালু করেছে তারা। এ ছাড়া তাদের বহরে ২৫টি নতুন বিমান যোগ হয়েছে। কাজেই ২০১৯ সালের মার্চে আড়াইশটি নতুন উড়োজাহাজকে স্বাগত জানিয়েছে তারা।
বছরখানেক আগে একই সময়ে উপসাগরীয় ক্ষুদ্র দেশটির জাতীয় বিমান সংস্থা ছয় কোটি ৯ লাখ ডলার ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হয়েছিল।
এমন একসময় এই কঠিন অবরোধের মুখোমুখি হতে হয়েছে দেশটিকে, যখন ২০১৬-১৭ সালে তাদের লাভ ২২ শতাংশ বেড়ে গিয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মধ্যপ্রাচ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ