Inqilab Logo

ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯, ০৭ কার্তিক ১৪২৬, ২৩ সফর ১৪৪১ হিজরী

বায়োমিল দুধ খেয়ে যমজ শিশুর মৃত্যু

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ২:০৮ পিএম

খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে বায়োমিল দুধ খেয়ে ঘুমানের পর ১০ মাস বয়সী যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বিছানায় তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। বায়োমিল দুধ খেয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের।

মৃতরা হচ্ছে- উপজেলার গুটুদিয়া গ্রামের ফারুক গোলদারের দুই যমজ মেয়ে মারিয়া ও ফারিয়া।


শিশু দুটির বাবা ফারুক গোলদার বলেন, গতকাল বুধবার রাত ১০টার দিকে ফিডারের দুধ খেয়ে বাচ্চা দুটি ঘুমিয়ে পড়ে। সকালে বাচ্চা দুটি আর ঘুম থেকে জেগে ওঠেনি। ঘুমানোর আগে তাদেরকে বায়োমিল-২ দুধ খাওয়ানো হয়েছিল। সকালে মৃত অবস্থায় তাদের নাক ও মুখ থেকে দুধ বের হচ্ছিল।

এদিকে এ ঘটনা জানতে পেরে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ বেগম মৃত দুই শিশুকে দেখতে যান। তিনি জানান, দুধে কোনো বিষক্রিয়া আছে কি-না তা পরীক্ষা করা হবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর মৃত্যু

১৯ সেপ্টেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন