Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘রমনায় গলায় ফাঁস দিয়ে সাবেক যুগ্ম সচিবের আত্মহত্যা’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৩২ এএম

রাজধানীর রমনায় নিজ বাসায় সাবেক এক যুগ্ম সচিবের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি মানসিক রোগী ছিলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ বলছে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

ওই যুগ্ম সচিবের নাম মশিউর রহমান। তার বয়স হয়েছিল ৭৩ বছর। বৃহস্পতিবার বিকালে সিদ্ধেশ্বরী লেনের একটি বাসায় এ ঘটনা ঘটে। প্রথমে তাকে বেসরকারি একটি হাসপাতলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে রাত ১০টা দিকে সেখান থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, পরিবার বলছে, মশিউর রহমান মানসিক রোগী ছিলেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

ওসি জানান, মশিউর রহমানের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামে।

মশিউরের পরিবার বলছে, তিনি মানসিক রোগী ছিলেন। রমনা সিদ্ধেশ্বরী লেনের একটি বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ছিলেন।

এদিকে মশিউরের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড সেটি নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ