Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯, ০২ কার্তিক ১৪২৬, ১৮ সফর ১৪৪১ হিজরী

সিলেটে বিএনপির বিভাগীয় মহাসমাবেশের প্রচারণা শুরু

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

আগামী মঙ্গলবার সিলেটে বিভাগীয় মহাসমাবেশ করতে যাচ্ছে বিএনপি। নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে মহাসমাবেশ সফলের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি। গতকাল বাদ জুমা নগরীর হযরত শাহজালাল (র.) মাজার গেইট থেকে শুরু হয়ে বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, পূণ্যভুমি সিলেটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৪ সেপ্টেম্বরের বিভাগীয় মহাসমাবেশ সফল করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী, মহানগর সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল হক জিয়া, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও মাহবুব চৌধুরী প্রমুখ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি

১৪ অক্টোবর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ