Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নদীকে নিয়ে কিছু করার এখন সুবর্ণ সুযোগ

নৌপরিবহন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদী রক্ষায় বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ দীর্ঘদিনের ফসল। নদীকে নিয়ে কিছু করার এখন সুবর্ণ সুযোগ। এ সুযোগকে কাজে লাগাতে হবে। গতকাল শুক্রবার ঢাকায় বুড়িগঙ্গা নদীতে বিআইডব্লিউটিএ’র জাহাজে বিশ্ব নদী দিবস উপলক্ষে ‘নোঙর’ আয়োজিত ‘নদীর আইনি অধিকার নিশ্চিত করুন’ শীর্ষক ভাসমান সভায় এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদী রক্ষায় সরকার খুবই আন্তরিক। তবে সরকারের পাশাপাশি দলমত নির্বিশেষে সকলকে নদী রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ, ব্যারিস্টার ফারজানা আহম্মেদ, আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম মারুফ, পরিবেশবিদ এজাজ আহমেদ এবং ‘নোঙর’-এর সভাপতি সুমন শামস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নদীকে নিয়ে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ