Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৯ আশ্বিন ১৪২৭, ০৬ সফর ১৪৪২ হিজরী

তৃতীয় ‘মুন্নাভাই’ শুরু হবে অচিরেই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

সঞ্জয় দত্ত জানিয়েছেন তার অভিনয়ে ‘মুন্নাভাই’ সিরিজের তৃতীয় পর্বের কাজ অচিরেই শুরু হবে। সিরিজের প্রথম ফিল্ম ‘মুন্নাভাই এমবিবিএস’ মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। সব বয়সের চলচ্চিত্র দর্শকরা ফিল্মটিকে সাদরে গ্রহণ করে। সঞ্জয়ের বাস্তব জীবনধারা আর বাবা সুনীল দত্ত’র সঙ্গে তার সম্পর্কের বেশ কিছুটা কাহিনীতে প্রতিফলিত হয়েছিল বলে ব্যাপক জনপ্রিয়তা পায় ফিল্মটি। “জীবনের শেষ দিকে তিনি (সুনীল দত্ত) নিজেকে আরও বেশি প্রকাশ করতে শুরু করেন। ফিল্মের শেষে তিনি আমাকে জড়িয়ে ধরেন, তা এতোটাই বাস্তব ছিল যে আমরা দুজনেই কান্নায় ভেঙে পড়েছিলাম। জীবনের শেষ ভাগে বাবা আমার প্রতি ভালবাসা প্রকাশ করেন আরও খোলাখুলিভাবে, এছাড়া আমি যেভাবে সমস্যা মোকাবেলা করেছিলাম তাতে তিনি আমাকে নিয়ে গর্ববোধ করতেন। ‘সুনীল দত্তজি সাঞ্জুর বাবা’ বলতে শুরু করে সবাই, তিনি খুব গর্ববোধ করতেন,” সঞ্জয় এক সাক্ষাতকারে বলেন। ২০০৬ সালে দ্বিতীয় পর্ব ‘লাগে রাহো মুন্নাভাই’ মুক্তি পায়। এটিও দর্শকদের মন জয় করে। সঞ্জয়ের নামই হয়ে যায় মুন্নাভাই। স্বাভাবিকভাবেই তৃতীয় আরেকটি পর্ব আশা করতে শুরু করে দর্শকরা। সঞ্জয় নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানি তৃতীয় পর্বের চিত্রনাট্য লিখছেন। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন অচিরেই চিত্রনাট্যের কাজ শেষ হবে। এই বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে শুটিং শুরু হবে। এর আগে সিরিজে সার্কিট চরিত্রের অভিনেতা আরশাদ ওয়ারসিও এমন আভাস দিয়েছিলেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন