Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯, ০২ কার্তিক ১৪২৬, ১৮ সফর ১৪৪১ হিজরী

রাস্তায় ভারতীয় সেনার উদ্দাম নাচ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কার্গিলে এক সেনা সদস্যের উদ্দাম নাচ নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তার ড্যান্স মুভস দেখে মুগ্ধ নেটিজেনরা। স¤প্রতি টুইটারে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, সেনার পোশাকেই রাস্তার উপরেই মনের আনন্দে নাচ করছেন তিনি। তবে সে নাচ যে সে ব্যাপার নয়। একেবারে নিখুঁত স্টেপস। হিপ-হপ থেকে ব্রেক ড্যান্সের স্টেপস, সবই ছিল ঐ সেনা সদস্যের নাচে। অনুমান করা হচ্ছে, ঐ সেনা সদস্যের কোনও সহকর্মীই তার নাচের ভিডিও ধারণ করেন। সবকিছুর পাশাপাশি নজর কেড়েছে লাস্ট স্টেপ। যেখানে হাঁটু গেড়ে বসে নিশানা তাক করতে দেখা গিয়েছে ঐ সেনা সদস্যকে। যা দেখে অনেকেরই মত আমোদের মাঝেও ঐ সেনা সদস্য বুঝিয়ে দিয়েছেন কর্তব্যে কোনও ত্রæটি রাখেন না তিনি। বরং দায়িত্ব পেলে বুঝিয়ে দেন কোনও ফাঁকি নেই। শত্রæর দিকে ওঠা রাইফেলের নিশানা ঠিক থাকবেই। তবে কী গানের সঙ্গে ওই জওয়ান নাচ করছিলেন তা অবশ্য বোঝা যায়নি। তবে ব্যাকগ্রাউন্ডের মিউজিক ছিল বেশ রিদমিক। আর বিটের তালে তালে পা মেলাচ্ছিলেন ওই জওয়ান। দ্য ওয়াল। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ