Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

৩১শ কাশ্মীরিকে মুক্তি দেয়ার দাবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে এ পর্যন্ত ভারতীয় বাহিনী ওই অঞ্চলের প্রায় ৪০ হাজার মানুষকে গ্রেফতার করেছে বলে দাবি করেছে দেশটির রাজনৈতিক দল ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া (ডবিøউপিআই)। তবে ভারতের সরকারি হিসাব বলছে আটক করা হয়েছে চার হাজারের বেশি মানুষ, যাদের মধ্য থেকে ৩১০০ জনকে এরই মধ্যে মুক্তি দেওয়া হয়েছে। ভারতীয় মিডিয়া বলছে, আটকদের মধ্যে বেশিরভাগকেই ভারতীয় সিআরপিসি দন্ডবিধির ১০৭ ধারায় গ্রেফতার করা হয়েছিল। যাদের মধ্যে ২৩০-২৫০ জনকে অন্য রাজ্যের জেলে স্থানান্তরিত করা হয়েছে। কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানান, শুধুমাত্র মোবাইল এবং ইন্টারনেট ব্যবহার ছাড়া উপত্যকায় এখন কোনও রকম নিষেধাজ্ঞা নেই। জনজীবন স্বাভাবিক। স্পর্শকাতর অঞ্চলগুলোতেও কোনও রকম অঘটনা ঘটেনি। ইন্ডিয়া টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ