Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯, ৩০ আশ্বিন ১৪২৬, ১৫ সফর ১৪৪১ হিজরী

যুক্তরাষ্ট্রের স্পোর্টস বারে গুলি, নিহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ২:০০ পিএম

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার একটি স্পোর্টস বারে গুলিতে কমপক্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও আটজন আহত হয়েছেন।

শনিবার রাজ্যটির ল্যাঙ্কাস্টার শহরের কাছে এ ঘটনা ঘটেছে বলে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে। ল্যাঙ্কাস্টার কাউন্টি শেরিফ দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাত পৌনে ৩টার দিকে ওল্ড স্কুল স্পোর্টস বার অ্যান্ড গ্রিলে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে।

বন্দুকধারীকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, এ ঘটনায় ১০ জন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে।

আহতদের মধ্যে চারজনের অবস্থা সংকটজনক। তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেরিফ ব্যারি ফেইল বলেন, খুব বড় ধরনের সহিংসতার ঘটনা এটি, বহুলোক যার প্রত্যক্ষদর্শী।

শেরিফ দফতরের মুখপাত্র ডগলাস বারফিল্ড জুনিয়র শনিবার বিকালে জানিয়েছেন, গুলিবর্ষণের উদ্দেশ্য স্পষ্টভাবে জানা না গেলেও স্থানীয়দের দ্বন্দ্বের জের হিসেবে ঘটনাটি ঘটেছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ