Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পরিবেশ রক্ষায় ১০০ বিলিয়ন ইউরো খরচ করবে জার্মানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ৩:৪৩ পিএম

১৮ ঘণ্টার বৈঠক শেষে পরিবেশ রক্ষায় ১০০ বিলিয়ন ইউরো খরচ করার সিদ্ধান্ত নিয়েছে আঙ্গেলা ম্যার্কেলের সরকার৷ এই অর্থ খরচ করে ২০৩০ সাল নাগাদ কার্বন নিঃসরণ কমিয়ে আনতে চায় জার্মানি৷

বিশেষজ্ঞরা বলছেন, ২০২০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা অর্জন করা জার্মানির পক্ষে সম্ভব হবে না৷ জাতিসংঘের জলবায়ু অ্যাকশন সামিটের আগে জলবায়ু বিপর্যয় মোকাবেলার দাবিতে শুক্রবার বিভিন্ন দেশে কর্মসূচি পালন করা হয়৷ জার্মানিতেও পালিত হয়েছে এ কর্মসূচি৷

এদিকে জার্মানির জোট সরকার ১৮ ঘণ্টা ধরে বৈঠক করে কার্বন নিঃসরণ ২০৩০ সালের মধ্যে কমিয়ে আনার জন্য ১০০ বিলিয়ন ইউরোর তহবিল চূড়ান্ত করে৷ এএফপি, রয়টার্সসহ আন্তর্জাতিক সংস্থাগুলো জানায়, বৈঠকে সিডিইউ নেত্রী আঙ্গেলা ম্যার্কেল আর ভাইস চ্যান্সেলর, অর্থমন্ত্রী ও এসপিডি নেতা ওলাফ শোলৎস এ বিষয়ে একমত হয়েছেন৷ এমন দলিল তারা হাতে পেয়েছে বলেও সংবাদ সংস্থাগুলোর দাবি৷

দিনের প্রথম ধর্মঘটটি নিউ ক্যালেডোনিয়ার ফ্রেঞ্চ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শুরু হয়৷ এই দ্বীপপুঞ্জের বাসিন্দারা সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপপুঞ্জকে ঘিরে থাকা প্রবাল প্রাচীরগুলো রক্ষায় কঠোর পরিশ্রম করেছেন৷ সমুদ্রের স্তর বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে দ্বীপ দেশগুলো৷

এএফপির প্রতিবেদনে বলা হয়, কার্বন নিঃসরণ কমাতে বিমান ভাড়া বাড়াবে এবং ট্রেনের টিকিটের দাম কমানোর কথা ভাবছে জার্মান সরকার৷ রেলের অবকাঠামোতে পরিবর্তন আনতে ৮৬ বিলিয়ন ইউরো খরচ করা হবে৷ ম্যার্কেল সরকার মনে করে কার্বন নিঃসরণ কমানোয় ১০০ বিলিয়ন ইউরো খরচ করা হলেও বাজেটের ভারসাম্য নষ্ট হবে না৷ সূত্র এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ