Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০, ১৯ চৈত্র ১৪২৬, ০৭ শাবান ১৪৪১ হিজরী

মাগুরায় সুশাসন দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

সুশাসনের দাবিতে মাগুরা জেলা জাসদ গতকাল মঙ্গলবার সকালে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে। মিছিল সহকারে জাসদ নেতাকর্মীরা পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলামের হাতে স্মারকলিপি তুলেদেন। 

এ সময় জেলা জাসদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সহ-সভাপতি ওহিদুল হক ফনি, জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, জেলা নারী জোঠের আহবায়ক এড, লাবনী বেগম, শ্রীপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নুরল আমীন বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলামসহ জেলা উপজেলা জাসদের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে দল মুখ না দেখে অপরাধ দমনে কঠোর হওয়ার জন্য পুলিশের প্রতি আহবান জানান হয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন