Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্পেনের মাটিতে প্রবাসী বাংলাদেশীরা তৈরি করেছেন বাংলাদেশি মসজিদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১:০১ পিএম

সূদূর স্পেনের আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত টেনেরিফ দ্বীপ। সেখানেই প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে তৈরি করা হয়েছে আস সুন্না মসজিদ। এই দ্বীপে বাংলাদেশিদের সংখ্যা খুবই নগণ্য ইউরোপের অন্যান্য দেশের তুলনায়। মাত্র ছয়শ বাংলাদেশি এই দ্বীপে পরিবার নিয়ে বাস করেন।

টেনেরিফ এক আশ্চর্য সুন্দর দ্বীপ। যে দিকে চোখ যায় শুধু সমুদ্র আর উঁচু উঁচু পাহাড়, উঁচুনিচু পাহাড়ি রাস্তা, আর প্রচুর কলার বাগান। এ যেন চিরবসন্তের দেশ। এখানে সারা বছর সূর্য একইভাবে আলো দেয়, আর আবহাওয়াও একইরকম আরামদায়ক। দ্বীপের মাটিতে পা রাখা মাত্র মন ভালো হয়ে যায়। এই দ্বীপে নামাজের জন্য নির্দিষ্ট কোনো ব্যবস্থা না থাকায় কিছু বাংলাদেশি আস সুন্না নামের এই মসজিদটি সবার সহযোগিতায় গড়ে তুলেছেন। এর ফলে দ্বীপে বসবাসরত সবাই মসজিদে নামাজ আদায় করতে পারছেন।

বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরা মসজিদে নামাজ পড়তে আসেন। বিশেষ করে জুমার দিন বাংলাদেশিদের উপস্থিতি চোখে পড়ার মতো। এছাড়াও দুই ঈদে দিন সবাই একত্র হয়ে মসজিদে নামাজ আদায় করেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, এই দ্বীপে তেমন একটা বাংলাদেশি নেই। মোট ছয়শ বাংলাদেশি এখানে পরিবার নিয়ে বসবাস করেন। সবার সার্বিক সহযোগিতায় মসজিদটি আমরা পরিচালনা করছি।

তিনি বলেন, সবাই যখন একত্র হই মনে হয় প্রবাসে এক টুকরো বাংলাদেশে বাস করছি। খুব সুন্দর এই দ্বীপে আল্লাহর ঘর করতে পেরে খুবই ভালো লাগছে। এই দ্বীপে মোট জনসংখ্যা তিন লাখ ৩৯ হাজার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্পেন

২৬ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ