Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

তিনটি চাঙ্কে একক নাটক প্রচারের পরিকল্পনা বাংলাভিশনের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

এই প্রথম সপ্তাহে তিনটি একক নাটক প্রচারের পরিকল্পনা করেছে বাংলাভিশন। এ ব্যাপারে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘বৈচিত্রপূর্ণ গল্পে, দর্শক নন্দিত নির্মাতা ও নাট্যকারের নাটক এই চাঙ্কে প্রচার করার পরিকল্পনা করেছি। আজ থেকে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৯টা ০৫মিনিটে এবং শনিবার রাত ১১টা ১৫মিনিটে প্রচার হবে একক নাটক। এই নাটকগুলোতে অভিনয় করবেন দর্শকের পছন্দের হালের জনপ্রিয় অভিনয়শিল্পীরা। এর আগে বিশেষ দিবসে বাংলাভিশনে একক নাটক প্রচারিত হতো। এখন থেকে নিয়মিতভাবে সপ্তাহে তিনটি একক নাটক প্রচার হবে। নাটকগুলো পরিচালনা করবেন সাগর জাহান, মাবরুর রশিদ বান্নাহ, মিজানুর রহমান আরিয়ান, মাহমুদুর রহমান হিমি, কাজল আরেফিন অমি, ইমরাউল রাফাত, আশফাক নিপূন, আবু হায়াত মাহমুদ, তাইফুর জাহান আশিক, ইশতিয়াক আহমেদ রুমেল, মানসুর আলম নির্ঝর’সহ বর্তমান সময়ে দর্শকের পছন্দের জনপ্রিয় নির্মাতাগণ। ঈদের পর একটা পরিবর্তন হিসেবে এটির পরিকল্পনা করেছি। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’ রবিবার রাত ৯টা ০৫মিনিটে প্রচার হবে একক নাটক ‘আশা বেঁধে রাখি’; অপূর্ণ রুবেল-এর রচনা ও তাইফুর জাহান আশিক-এর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, পায়েল প্রমুখ। সোমবার রাত ৯টা ০৫মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘ইন্টারভিউ’; অঞ্জন সরকার জিমি’র রচনা ও মানসুর আলম নির্ঝর-এর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জোভান, তানজিন তিশা প্রমুখ।
ছবিঃ মোশাররফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ