Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

উত্তর প্রদেশে ভারী বর্ষণ, নিহত ৪৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভারতের উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় ৪৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে শুক্রবার ভারী বৃষ্টিপাতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। লক্ষেœৗ, আমেথি, হারদোই এবং বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ত্রাণ কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে যে, ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনা যেমন দেয়াল ধসে পড়া, সাপের কামড়, ডুবে যাওয়া বা বজ্রপাতের কারণে ৪৭ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছে, প্রতাপগরে ছয়জন, রায়বেরেলিতে ছয়জন, আমেথিতে পাঁচজন, চানদাওলি চারজন, বারানসিতে চারজন, প্রয়াগরাজ, বারাবানকি, মাহোব এবং মির্জাপুরে তিনজন করে, আমবেদকরে নগরে দু’জন এবং কানপুর, গোরাখপুর, সোনেভদ্র, অযোধ্যা, শাহারানপুর, জৌনপুর, কাউসামবি এবং আজমগরে একজন করে মারা গেছেন। ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যথাযথ ব্যবস্থা গ্রহণে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ