Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাশ্মীরে জুমার নামাজ-আজানে নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর রাজ্যজুড়ে যে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে তা এখনো কাটেনি। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাও তেমন একটা শিথিল হয়নি। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে শুক্রবার জুমার নামাজ অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে মসজিদটিতে টানা আট সপ্তাহ বন্ধ রয়েছে জুমার নামাজ। জামিয়া মসজিদ ছাড়াও বেশ কয়েকটি মসজিদে জুমার নামাজ আদায়ে রয়েছে নিষেধাজ্ঞা। তার মধ্যে রয়েছে হজরতবাল দরগাহ মসজিদ ও খানকাহ মাওলা মসজিদ। শুধু নামাজ নয়, আজানেও রয়েছে নিষেধাজ্ঞা। ভারতের সরকারি সূত্রে প্রকাশ, শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভের আশঙ্কায় পুরোনো শ্রীনগর ও আরো কিছু এলাকায় কারফিউ জাতীয় নিষেধাজ্ঞা এখনো বহাল আছে। এনডিটিভি এ খবর জানায়। এদিকে গত বৃহস্পতিবার বিএসএফের গাড়ির ধাক্কায় আহত হন কাশ্মীরের এক নাগরিক। ঘটনাটি ঘটে জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার পাট্টান এলাকায়। এরপরই এলাকাটি রণক্ষেত্রে রূপ নেয়। একপর্যায়ে বিএসএফের গাড়ি জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দুটি পাঁচ টনের বিএসএফের গাড়ি বারামুল্লা শ্রীনগর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। তখনই একটি প্রাইভেট গাড়ির সঙ্গে সেটির ধাক্কা লাগে। প্রাইভেট গাড়ির যাত্রীরা বচসা শুরু করে। পরে গোটা এলাকার বাসিন্দারা চলে এলে গ-গোল শুরু হয়। উত্তেজনা ছড়ায়। এরই মাঝে আচমকাই উত্তেজিত জনতা বিএসএফের গাড়িগুলোর বিরুদ্ধে নিয়ন্ত্রণহীন গতির অভিযোগ তোলে। তারপরেই গাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। এই ঘটনার পর চালকদের কোনো রকমে বের করে আনা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে জম্মু কাশ্মীর পুলিশ। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ