Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভুটান দিয়ে কাতার ম্যাচের প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে কাতার ও ভারত ম্যাচকে সামনে রেখে ভুটানের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। যা ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মর্যাদা পাবে। ভুটানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে খেলা। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আগামী ৩ অক্টোবর লাল-সবুজরা ফের মুখোমুখি হবে ভুটানের। এ দুই প্রীতি ম্যাচে ভুটানকে হারাতে চায় বাংলাদেশ।

বিশ্বকাপ বাছায়ের ‘ই’ গ্রুপে আগামী ১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জামাল ভূঁইয়া বাহিনী মোকাবেলা করবে বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতারকে। এর পাঁচদিন পর কোলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে লাল-সবুজরা। শক্তিশালী দুই প্রতিপক্ষকে মোকাবেলার আগে ভুটান ম্যাচে নিজেদের কৌশল সাজিয়ে নেয়ার লক্ষ্য বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডে’র। ভুটানকে হারিয়ে কাতার ও ভারত ম্যাচের জন্য বাড়তি আত্মবিশ্বাস সঞ্চয় করা ছাড়াও ফিফা র‌্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান একটু উপরে তুলতে চান তিনি। ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচের আগে গতকাল সাংবাদিকদের এমনটাই জানান জেমি ডে। এদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। দলের সবাই প্রস্তুত আছে জয় তুলে নিতে। আমরা এখন ভুটানের বিপক্ষে
ভালো ফুটবল খেলার অপেক্ষায় আছি।’ জেমি আরো বলেন,‘বিশ্ব্কাপ বাছাইয়ে আমরা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি জিততে পারিনি। আমাদের জন্য সেটি কোন সহজ কাজও ছিলো না। তবে ঐ ম্যাচে আমরা ভালো করেছি। ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিতে আমরা জয় চাই। ছেলেরা যদি ভালো পারফর্ম করে মাঠে নিজেদের সেরাটা ঢেলে দিতে পারে তাহলে ম্যাচটি অবশ্যই আমরা জিততে পারবো।’

বাংলাদেশ কোচ যোগ করেন,‘ভুটানের বিপক্ষে দুই ম্যাচে ভালো করলে আমাদের ফিফা র‌্যাঙ্কিংয়ে উপরে ওঠার সুযোগও থাকবে। বড় দলের বিপক্ষে বলের নিয়ন্ত্রণ, দ্রুত পাস দেয়া, সুযোগ তৈরি করার কাজটা আমরা সেভাবে করতে পারি না। ভুটান ম্যাচে তাই এগুলো গুছিয়ে নেয়ার লক্ষ্য থাকবে আমাদের।’

দুর্ভাগ্যবশত বাংলাদেশ দলের তারকা ফুটবলার মাশুক মিয়া জনি ইনজুরিতে পড়েছেন। তাই ভুটান ম্যাচে তিনি থাকছেন না। জনি প্রসঙ্গে জেমি’র কথা,‘শুধু ভুটান ম্যাচই নয়, তাকে হয়তো আমরা এই ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠে পাবো না।’

বাংলাদেশ অধিনায়ক মিডফিল্ডার জামাল ভুইয়া বলেন,‘আমাদের কোচ যেমন বলেছেন। আমরা আগামীকালের (আজ) ম্যাচটির অপেক্ষায় আছি। এবং সেটিতে জিততে চাই। একটি জয় আমাদের মানসিকভাবে উজ্জীবিত করে তুলতে পারে।’

এই ভুটানের বিপক্ষে আগের বিশ্বকাপ বাছাইয়ে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে প্রায় তিন বছর নির্বাসনে যেতে হয়েছিলো বাংলাদেশকে। সেই ভুটানের বিপক্ষেই প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ কতটা আত্মবিশ্বাসী? জামাল ভুইয়ার উত্তর,‘যদিও ভুটানের বিপক্ষে আমাদের একটা খারাপ স্মৃতি রয়েছে। আমরা সেই অতীতটা ভুলে যেতে চাই। ভিন্ন ম্যাচ, ভিন্ন কৌশল। আমার বিশ্বাস ভুটানের বিপক্ষে আমাদের ভালো করার সুযোগ আছে।’

অন্যদিকে ভুটান ঢাকায় এসেছে সাউথ এশিয়ান (এসএ) গেমসের প্রস্তুতি নিতে। তাই বাংলাদেশকে সমীহ করলেও ভালো ফল করার প্রত্যাশা দলটিরও। ভুটান কোচ পেমা বলেন,‘আমরা প্রায় ১০-১১ জন নতুন ফুটবলার পেয়েছি। এই ফুটবলারদের বেশিরভাগই অনুর্ধ্ব-২৩ দল থেকে নিয়েছি। আমরা আসন্ন এসএ গেমসকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করছি। আমাদের দু’জন গুরুত্বপূর্ণ ফুটবলার আছেন যারা অভিজ্ঞতা সম্পন্ন। এদের একজন হচ্ছেন চেঞ্চো অন্যজন লেন্ডোপ দর্জি। এর মধ্যে চেঞ্চো বাংলাদেশে আগে এসে খেলে গেছেন।’ তিনি যোগ করেন,‘বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। তাদেরও অনেক নতুন ফুটবলার আছে। কিছুদিন আগে ফিফা বিশ্বকাপ বাছাইয়ে তারা আফগানিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছে।’ ভুটান অধিনায়ক চেঞ্চো গেইলস্টেন বলেছেন,‘আমাদের দলে অনেক নতুন মুখ রয়েছে। বলতে গেলে এটি সম্পূর্ণ নতুন একটি দল।আমরা বাংলাদেশের বিপক্ষে ভালো খেলতে চাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ