Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ২২ জুন ২০২১, ০৮ আষাঢ় ১৪২৮, ১০ যিলক্বদ ১৪৪২ হিজরী

ফরিদপুরে জাহিদুল খাঁ হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৪৭ পিএম

ফরিদপুরের চাঞ্চল্যকর জাহিদুল খাঁ হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আজ রবিবার বেলা তিনটার দিকে জেলা ও দায়রা জজ মোঃ সেলিম মিয়া এ রায় প্রদান করেন। রায় প্রদানের সময় আসামীদের মধ্যে ৪ জন উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানাগেছে, ২০১৪ সালের ২১ ডিসেম্বর ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পূর্ব গঙ্গাবর্দী এলাকার জনৈক জাহিদুল খাঁকে তাস খেলা নিয়ে বিরোধের জের ধরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে আসসামীরা। এ ঘটনায় ওই সময়ে নিহতের স্ত্রী জিয়াসমিন বেগম বাদী ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো তিনজনকে আসামী করে কোতয়ালী থানায় একটি মামলা করেন। মামলার রায়ে আসামী আকাশ শেখ, সাইফুল শেখ, হাসেম শেখ, জাহিদ ও জুয়েল বেপারীকে ফাঁসির আদেশ দেন আদালত। আসামীদের মধ্যে একজন পলাতক রয়েছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাঁসির আদেশ

২২ অক্টোবর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ