Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাবাডির সুপার লিগে ওয়ান্ডারার্স

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৯, ৭:৪৬ পিএম

দেশের যে কোন ঘরাণার কাবাডিতেই সার্ভিসেস দলের আধিপত্যই বেশি। এবারের প্রিমিয়ার বিভাগ কাবাডি লিগেও এ ধারা অব্যহত রয়েছে। চলমান প্রিমিয়ার কাবাডির সুপার লিগে জায়গা পাওয়া দলগুলোর মধ্যে ছয়টি সার্ভিসেস। বাকি দুই দল ঢাকা ওয়ান্ডারার্স ও আজাদ স্পোর্টিং ক্লাব। সার্ভিসেস দলগুলো হলো- সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি ও জেল। ছয়টির মধ্যে তিনটিতে জিতে সুপার লিগে ওঠেছে ওয়ান্ডারার্স ক্লাব। মঙ্গলবার ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৫৭-২৪ পয়েন্টে মানিকনগর কাবাডি ক্লাবকে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করে। দিনের অন্য খেলায় শহীদ মোজাফফর স্মৃতি সংসদ ৫২-২৫ পয়েন্টে মাতুয়াইল এবং নৌবাহিনী ৩৭-২৬ পয়েন্টে পুলিশকে হারায়। বৃহস্পতিবার একই ভেন্যুতে সুপার লিগের খেলা শুরু হবে। লিগকে জমজমাট করতে ভারতীয় খেলোয়াড় আনার কথা ছিল। কিন্তু ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি বলে জানান ওয়ান্ডারার্স ক্লাবের সহ-সভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ। তার কথায়, ‘এবারের লিগে ভারত থেকে প্লেয়ার আনতে চেয়েছিল অনেক ক্লাব। এআমরাও চেষ্টা করেছিলাম প্রো-কাবাডির সাবেক খেলোয়াড় রাম ও শ্যামকে আনতে। কিন্তু ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতি মিলতে প্রায় মাসখানেক সময় লাগে। তাই তারা আসতে পারেনি। রাম ও শ্যাম আসতে পারলে সার্ভিসেস দলগুলোর সঙ্গে ফাইট দিতে পারতাম।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাবাডি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ