Inqilab Logo

ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৩ আশ্বিন ১৪২৭, ১০ সফর ১৪৪২ হিজরী

প্রেসিডেন্ট দু’দিনের সফরে খুলনা পৌঁছেছেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৯, ৮:৩৪ পিএম

প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ খুলনার খালিসপুরে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দু’দিনের সফরে আজ বিকেলে এখানে পৌঁছেছেন।
প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকা থেকে রওয়ানা দেয়ার প্রায় ৪০ মিনিট পর সন্ধ্যা ৫টা ১০ মিনিটে বিএনএস বেস তিতুমীর হেলিপ্যাডে পৌঁছায়।
চিফ অফ নেভি স্টাফ অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, বাংলাদেশ নেভাল ফ্যামেলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের(বিএনএফডব্লিও) সভাপতি ড. আফরোজা আওরঙ্গজেব ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ প্রেসিডেন্টকে স্বাগত জানান।
প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ আগামীকাল দুপুরে বিএনএস বেস তিতুমীরে অ্যাওয়াডিং অফ ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে ভাষণ দেবেন।
এছাড়াও, প্রেসিডেন্ট এই সফরকালে নৌবাহিনীর আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
খুলনা সফরের সময় প্রেসিডেন্টের স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ তাঁর সঙ্গে রয়েছেন। আবদুল হামিদ আগামীকাল বুধবার (২ অক্টােবর) বিকেলে ঢাকায় ফিরবেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেসিডেন্ট


আরও
আরও পড়ুন