Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নতুন তিনটি ফিল্মই ফ্লপ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

পর পর দুই সপ্তাহ বিপর্যয় দেখল বলিউড। ‘ম্যায় জরুর আউঙ্গা’, ‘লিটল বেবি’ এবং ‘ঝালকি’ ফিল্ম তিনটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। এর সবগুলো শুধু মুক্তি পাবার জন্যই বোধ হয় মুক্তি পেয়েছে। আয় বা প্রশংসায় এর কোনোটিই আলোচনায় আসেনি। ড্রামা ফিল্ম ‘লিটল বেবি’ পরিচালনা করেছেন শেখর এস ঝা। ফিল্মটিতে অভিনয় করেছেন প্রিয়াংশু চ্যাটার্জী, গুলনাজ সিঙ্গাপোরিয়া এবং শিবানী মহাজন। প্রথম দিন ফিল্মটি আয় করেছে ৩০ লক্ষ রুপি। সপ্তাহান্তে আয় ১ কোটি রুপি। বাবা আর মেয়ের সম্পর্ক নিয়ে ফিল্মটি নির্মিত হয়েছে। ‘ম্যায় জরুর আউঙ্গা’ পরিচালনা করেছেন চন্দ্রকান্ত সিং। হরর ফিল্মটিতে অভিনয় করেছেন আরবাজ খান, ঐন্দ্রিতা রায়, বিকাস ভার্মা, গোবিন্দ নামদেব, হেমন্ত পান্ডে, বিনীত ভার্মা, আলি শাহ এবং জেবা বেগ। ধারণা করা হয়েছিল ফিল্মটি ভাল অবস্থানে থাকবে। কিন্তু এমন কাহিনীতে অনেকগুলো ফিল্ম হয়েছে বলে ভরাডুবি ঘটেছে প্রথম দিনেই। ২০ লক্ষ রুপি আয়ে শুরু করে সপ্তাহান্তে আয় হয়েছে ১ কোটি রুপির কম। ড্রামা ফিল্ম ‘ঝালকি’ র আয় উল্লেখ করার মতই নয়। আগের শুক্রবার মুক্তিপ্রাপ্ত ফিল্মগুলোও খুব এগোতে পারেনি। আরও আগের ‘ড্রিম গার্ল’-এর আয় ১২০ কোটি রুপি ছাড়িয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ